ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে। 

বুধবার (৬ মার্চ) রাজধানীর উত্তরায় ১৭ নম্বর সেক্টরে অবস্থিত ক্যাম্পাসটির সকাল ১০টায় থেকে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য  প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  , জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব সোহরাব হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান। 

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম চৌধুরী।


06 March, 2019